শাহ আব্দুল্লাহ হাসানের
The Meaning of the Word Ramadan
রমজান মাসের নামকরণ
আরবি ক্যালেন্ডারের নবম মাসকে “রমজান” নামে অবিহিত করা হয়েছে। এই নামটি আল-কোরআনের দুই নম্বর সূরা আল বাকারার একশত পঁচাশি নম্বর আয়াতে উল্যেখ আছে।ইমাম কুরতুবির মতে,
إنما سمي رمضان لأنه يرمض الذنوب أي يحرقها با لأعمال الصالحة
"আরবি বারো মাসের নাম নির্ধারণকালে যে সময়টিতে সূর্যতাপ তীব্র হতে তীব্রতর হওয়ার দরুন দহন ও জ্বলন বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছিল, সে সময়টিরই নামকরণ করা হয়েছে রমজান মাস"।
আল্লাহ কিভাবে আমাদের পাপ পুড়িয়ে দেন?
[ইবনে খুযায়মাহ বর্ণনা করেছেন]
নবী (সাঃ) বলেছেনঃ “...যে ব্যক্তি এই মাসে কোন নফল (ঐচ্ছিক) নেক আমল করে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করে, সে অন্য যে কোন সময়ে একটি ফরয আমল করার সমান সওয়াব পাবে এবং যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আমল করবে সে অন্য যেকোনো সময়ে সত্তরটি ফরজ আদায়ের সওয়াব পাবে..."
তাই আল্লাহ আমাদের গুনাহ ও অন্যায় কাজগুলোকে মুছে ফেলার একটি প্রধান উপায় হিসাবে রমজান মাসে আমাদের আমলকে বহুগুণ করে দেন এবং আমাদের ভালো কাজগুলোর মাধ্যমে খারাপ কাজগুলোকে দূর করে দেন।
সাইয়্যেদুল মুরসালীন, রাহমাতুল্লিল আলামীন মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সা:) এরশাদ করেছেন: রমজান এমন একটি মাস যার প্রথম দশ দিন রহমতের বারিধারায় পরিপূর্ণ। দ্বিতীয় দশদিন ক্ষমা ও মার্জনার জন্য নির্ধারিত। শেষ দশ দিন জাহান্নাম হতে মুক্তি লাভের উপায়রূপে নির্বাচিত। সুতরাং আমরা যেন রোজা পালনের মাধ্যমে আমাদের সমস্ত পাপ জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে পারি, সে তাওফিক আল্লাহপাক আমাদেরকে দান করুন।
আল্লাহ তাঁর রহমতের আলোর দ্বারা আমাদের অতীতের সমস্ত পাপ ধ্বংস করুন এবং তিনি আমাদের সকলকে তাঁর নেক বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা ক্ষমার সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। আমীন
দয়া করে আমাকে আপনার আন্তরিক দু‘আতে রাখুন এবং ক্ষমা করুন।
- পরমাণু হামলার ইঙ্গিত পুতিনের; ৩০ মিনিটে হতে পারে ১০ কোটি মানুষের মৃত্যু
- দুই লাখের বেশি ইউক্রেনীয়ানকে ইউকেতে আসার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য সরকার
- আন্তর্জাতিক ক্রীড়ায় নিষিদ্ধ রাশিয়া; খেলতে পারবেনা বিশ্বকাপ, ইউরোপা লীগ, চ্যাম্পিয়নস লীগ
- ছাত্রাবস্থায়ই মারপিট করতেন পুতিন; বন্ধু-বান্ধবদের নিয়ে তৈরি করেছিলেন নিজের গ্যাং