যুক্তরাজ্যে স্টর্ম ইউনিস নামে প্রবল ঝড় প্রবাহ আজ শুক্রবার সকাল ১০টা থেকে আঘাত হেনেছে, চলেছে বিকাল ৩টা পর্যন্ত। ৩টার পর গতি কিছুটা কমে আসলেও একেবারে থেমে যায়নি ঝড় হাওয়া।
Millennium Dome 02 Arena |
স্কাই নিউজ জানিয়েছে ঝড় প্রবাহের গতি বেগ ছিল ঘন্টায় ১২২ কি.মি. যা ইউকের জন্য দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে ১৯৮৬ সালে স্কটল্যান্ডে ঘন্টায় ১৭৩ কি. মি. বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছিল। সকাল থেকে শুরু হওয়া এই ঝড় প্রবাহ লন্ডবন্ড করে দিয়েছে অনেক স্থাপনা। লন্ডনের বিখ্যাত ও টু এরিনার মিলেনিয়াম ডোমের (02 Arena) একাংশের ছাদ খুলে গিয়েছে। গাছপালা উপড়ে পড়ে অনেক জায়গায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।
এদিকে দুর্যোগপুর্ণ আবহাওয়ার কারণে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে, বাতিল করা হয়েছে অনেক ট্রেন সার্ভিস ও ফ্লাইট।
চারজন নিহত ও একজন আহত
উত্তর লন্ডনে ৩০ বছর বয়সী একজন মহিলা তার গাড়ির উপর একটি গাছ পড়ে মারা গেছেন। হ্যাম্পশায়ারে একটি পতিত গাছের সাথে ট্রাকের ধাক্কা লেগে মারা গেছে ২০ বছর বয়সী ট্রাক চালক। মারসিসাইডে ৫০ বছর বয়সী একজন নিহত হয়েছেন উড়ন্ত ধ্বংসাবশেষ গায়ে পড়ে।
এছাড়া আয়ারল্যান্ডের কাউন্টি ওয়েক্সফোর্ডের ষাট বছর বয়সী একজন কাউন্সিল কর্মী একটি পতিত গাছের আঘাতে মারা গিয়েছে। একটি বাড়ির ছাদ থেকে উড়ন্ত ধ্বংসাবশেষের আঘাতে আরেক জন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এদিকে নিরাপত্তা জনিত কারণে জনসাধারণকে যথাসম্ভব বাড়ির ভিতরে থাকার আহ্বান জানিয়েছে ইউকে কর্তৃপক্ষ।