ভারতে হিজাব-বিতর্কের শুরু হয়েছিল কর্ণাটকে। এ বিতর্ক ক্রমে প্রসারিত হয়েছে, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান-সহ অন্যান্য রাজ্যেও।Karnataka hijab row
পাল্লা দিয়ে ছড়িয়ে পড়ছে উত্তেজনাও। আর এরই মধ্যে পদত্যাগ করলেন কর্ণাটকের একটি কলেজের ইংরেজির এক শিক্ষিকা। কেন তিনি পদত্যাগের করলেন তা জানিয়েও দিয়েছেন। পদত্যাগপত্রে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্তকে 'অগণতান্ত্রিক' বলে আখ্যা দেন তিনি
চাঁদনী নামের ওই শিক্ষিকা গত তিন বছর ধরে তুমাকুরু জেলার জৈন পিইউ কলেজের ইংরেজি প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি বলেন, ধর্মের অধিকার একটি সাংবিধানিক অধিকার যা কারও অস্বীকার করা উচিত নয়।