ভারতের কর্নাটকের এক কলেজে গেরুয়া পরা একদল ছাত্রের জয় শ্রীরাম শ্লোগানের বিপরীতে হিজাব পরা মুসকান নামের এক ছাত্রী একাই "আল্লাহ হু আকবার" ধ্বনি তুলে সাড়া ফেলে দিয়েছেন বিশ্বব্যাপী।
সম্প্রতি কর্নাটক সরকার হিজাব পরে কলেজে যাওয়া যাবে না বলে নির্দেশিকা জারি করার পর রাজ্যের একাধিক কলেজে হিজাব পরে আসা ছাত্রীদের পড়ানো হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তাদের বাড়ি চলে যেতে বলা হচ্ছে। কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না।
গত কয়েক দিন ধরেই কর্নাটকের বিভিন্ন কলেজে এই নিয়ে বিক্ষোভ চলছে। কলেজে কলেজে হিজাব পরে ছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন। পাল্টা গেরুয়া শাল গায়ে দিয়েও চলছে বিক্ষোভ। মঙ্গলবার এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও তাতে দেখা যাচ্ছে হিজাব পরা এক তরুণিকে ধাওয়া করছে গেরুয়া পতাকা নেওয়া একদল ছেলে। তারা জয়শ্রীরাম স্লোগান তুলেছে। পল্টা তরুণী রুখে দাঁড়িয়ে আল্লা হু আকবর স্লোগান তুলেছে। কর্নাটকের মাণ্ড্য প্রি-ইউনিভার্সিটি কলেজে এই ঘটনা ঘটেছে।
হিজাব পরার ব্যাপারে নির্দেশিকা নিয়ে প্রথম থেকেই সরকারের বিরোধিতা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেছেন:
রাজ্যের যে পরিস্থিতি তাতে অবিলম্বে কিছুদিন স্কুল কলেজ ছুটি দিয়ে দেওয়া উচিত। এবং অনলাইনে ক্লাস শুরু করে দেওয়া উচিত। অগ্নিগর্ভ হয়ে উঠেছে রাজ্যের পরিস্থিতি।
কংগ্রেস নেতা ডিকে শিবকুমার জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে একটি জায়গায় জাতীয় পতাকা সরিয়ে গেরুয়া পতাকা তোলা হয়েছে।
সিদ্ধান্তে অনড় মুখ্যমন্ত্রীঃ
কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়া নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন। তিনি বলেছেন সংবিধানে রয়েছে স্কুল কলেজে ইউনিপর্মের কথা। সেটা কোনও ভাবেই আইন বিরুদ্ধ হতে পারে না। কাজেই এই নির্দেশিকার বদল হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়া। এদিকে কর্নাটক হাইকোর্টও জানিয়েছে আবেগ তাড়িত না হয়ে যেন সত্যির মুখোমুখি হয়ে কাজ করেন সকলে। আবেগকে দূরে সরিয়ে রেখে কাজ করার বার্তা দিয়েছে হাইকোর্ট। এদিকে হিজাব-বিতর্কের জেরে রাজ্যের সব স্কুল-কলেজ আগামী তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
হিজাব বিতর্ক মধ্যপ্রদেশেওঃ
হিজাব বিতর্ক মধ্যপ্রদেশ ও পুদুচেরিতেও ছড়িয়েছে। মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বলেছেন:
হিজাব স্কুল বা কলেজ ইউনিফর্মের অঙ্গ নয়।
... মধ্যপ্রদেশেও সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবকে নিষিদ্ধ করার পক্ষে। কংগ্রেস মুখপাত্র আব্বাস হাফিজ বলেছেন:
এভাবে স্কুলে ও কলেজে সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে দেয়া হচ্ছে। বিক্ষোভ চলছে দিল্লিতেও।
রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীর প্রতিবাদঃ
কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক টুইট বার্তায় হিজাব বিরোধী সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। তার বোন প্রিয়ঙ্কা গান্ধীও বলেছে, মেয়ারা কে কি পোশাক পরবে তাতে সরকারের হস্তক্ষেপ করা সংবিধান বিরোধী।
এদিকে হিজাবের বিরুদ্ধাচরণ করাতে হিন্দু শিক্ষার্থীদের একাংশকে গেরুয়া চাদর ও ওড়না পরতে দেখা যায়। দুই ধর্মের শিক্ষার্থীদের মধ্যে বচসাও শুরু হয় কোথাও কোথাও। মুসলমান ছাত্রীদের সমর্থনে কোথাও কোথাও দলিত হিন্দুরাও নীল চাদর পরে পাশে দাঁড়ান। এ নিয়ে কয়েক দিন যাবৎ রাজ্যে উত্তেজনা ও বিতর্ক চলছে। মুসলমান ছাত্রীদের প্রশ্ন, কেন তাদের শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। কর্নাটকের শ্লোগানে মুসলমান ছাত্রীদের বলতে শোনা যায়, ‘বেটি পড়াও বেটি বঢ়াও’ (এগিয়ে নিয়ে যাও) স্লোগান কি শুধু হিন্দু বেটিদের জন্য? মুসলমান বেটিরা বাদ?
মুসকানের জন্য ৫লাখ রুপি পুরস্কার ঘোষণাঃ
অদম্য সাহসীকতার সাথে 'আল্লাহু আকবর' শ্লোগানের জন্য মুসকানকে পাঁচ লাখ রুপি পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
এ পুরস্কারের ঘোষণা দেয় ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) টুইট বার্তায় জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানিয়ে এ পুরস্কারের ঘোষণা দেন।