আজ ২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাত চট্রগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ততকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন।
Bangladesh Independence Day in Google |
এর আগে ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষনে স্বাধীনতার ইংগিত দেন। তিনি বলেন,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
কিন্তু চুড়ান্ত কোন ঘোষণা দেয়নি রাজনৈতিক নেতৃবৃন্দ। ২৫ মার্চ পাক বাহিনী রাজারবাগ পুলিশ লাইনে আকস্মিক হামলা চালিয়ে শত শত পুলিশ সদস্যকে হত্যা সহ সারা দেশে বাংগালী পুলিশ ও সামরিক সদস্যদের নিরস্রকরণ শুরু করে। এই অবস্থায় রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষা না করে চট্রগ্রামে সামরিক বাহীনিতে কর্মরত বাংগালী কর্মকর্তারা সর্বপ্রথম প্রতিরোধ শুরু করে।
২৫ মার্চ রাতেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ততকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন।
শুরু হয় চুড়ান্ত মুক্তিযুদ্ধ। ৯ মাস স্বশস্র সংগ্রামের পর ১৬ই ডিসেম্বর ১৯৭১ পৃথিবীর মানচিত্রে জন্ম হয় একটি নতুন দেশের, নাম "বাংলাদেশ"।বাঙালি পায় একটি স্বাধীন দেশ, একটি পতাকা। আজ বাংলাদেশ সহ সারা বিশ্বে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান " স্বাধীনতা দিবস"।
গুগলে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস
বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাতে গুগল নিজেদের হোম পেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে।
গুগলের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে। ২০১৩ সালে বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রথমবার ডুডল প্রদর্শন করেছিল গুগল কর্তৃপক্ষ। বেশ কয়েক বছর ধরেই স্বাধীনতা দিবসসহ বাংলাদেশের বিশেষ দিনগুলোয় ডুডল প্রকাশ করছে গুগল।
লাল-সবুজে ঘেরা অ্যানিমেশন করা ডুডলটিতে বাংলাদেশের জাতীয় পতাকা উড়তে দেখা যাচ্ছে। নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের পটভূমিতে তৈরি ডুডলটির ওপর কারসর রাখলেই দেখা যাচ্ছে, ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২২’।
ডুডলের ওপর ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবসসম্পর্কিত সার্চ পেজ বেরিয়ে আসছে। পেজটিতে প্রবেশ করার পরপরই স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের পর্দায় দেখা যাচ্ছে আতশবাজির মাধ্যমে স্বাধীনতা দিবস উদ্যাপনের দৃশ্য। মনোমুগ্ধকর এ আতশবাজির মাধ্যমে লাল–সবুজের পতাকাও ফুটিয়ে তোলা হয়েছে।
#
BBCN থেকে আরো পড়ুনঃ
- পরমাণু হামলার ইঙ্গিত পুতিনের; ৩০ মিনিটে হতে পারে ১০ কোটি মানুষের মৃত্যু
- দুই লাখের বেশি ইউক্রেনীয়ানকে ইউকেতে আসার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য সরকার
- আন্তর্জাতিক ক্রীড়ায় নিষিদ্ধ রাশিয়া; খেলতে পারবেনা বিশ্বকাপ, ইউরোপা লীগ, চ্যাম্পিয়নস লীগ
- ছাত্রাবস্থায়ই মারপিট করতেন পুতিন; বন্ধু-বান্ধবদের নিয়ে তৈরি করেছিলেন নিজের গ্যাং