শনিবারই ইউক্রেনকে অতিরিক্ত ২০ কোটি ডলারের অস্ত্র ও সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে আমেরিকা।
Arms and equipments |
এই খবর প্রকাশিত হওয়ার পরই হোয়াইট হাউসকে সতর্ক করে ক্রেমলিন জানিয়েছে, তারা এ বার ইউক্রেনে অস্ত্রবহনকারী কনভয়গুলোকে লক্ষ্য করেই হামলা চালাবে।
ইউক্রেনের একাধিক শহরে রুশ বাহিনী তাদের বোমাবর্ষণ আরও তীব্র করেছে। দেশের দক্ষিণ বন্দরের পূর্ব দিকের বেশ খানিকটা অংশ তারা ইতিমধ্যেই দখল করেছে বলে জানা গিয়েছে। শহরগুলিতে তাদের দখলের পক্ষে রাজনৈতিক সমর্থন আদায়ের লক্ষ্যে তারা প্রচারও চালাচ্ছে।
রাশিয়ার মূল লক্ষ্য এখন রাজধানী কিভ দখল করা করা। সেই লক্ষ্যে তারা যুদ্ধকে আরও প্রসারিত করে ধাপে ধাপে এগোচ্ছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, ‘‘মারিয়োপোল, খারকিভ, চেরনিহিভ-সহ একাধিক শহরের বোমাবর্ষণ করেছে রাশিয়া। খেরসন শহরে জনসমর্থন পেতে রাশিয়া সেখানে একটি গণভোটও পরিচালনা করার পরিকল্পনা করেছে।’’ উল্লেখ্য, খেরসনই হল ইউক্রেনের প্রথম প্রধান শহর, যেটি দখল করে রাশিয়া।
খেরসনের উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘ক্রেমলিনের পক্ষ থেকে খেরসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং এই গণভোট সংগঠিত করতে তাঁদের সাহায্য চাওয়া হচ্ছে।’ তিনি আরও লেখেন, ‘খেরসনে গণপ্রজাতন্ত্র তৈরি হলে তা ওই অঞ্চলের মানুষের কাছে হতাশার বার্তা বয়ে আনবে।’
শনিবার একটি ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আন্তর্জাতিক মহলের কাছে আরও সাহায্য চেয়েছেন।
৮জন শীর্ষস্থানীয় সেনা জেনারেলকে বরখাস্ত করেছেন পুতিন; দাবি ইউক্রেনের
ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর ৮জন শীর্ষস্থানীয় সেনা জেনারেলকে বরখাস্ত করেছেন। সে জায়গায় নতুন জেনারেল নিয়োগ দিয়েছেন তিনি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের নিরাপত্তা পরামর্শক সংস্থার বরাতে সংবাদমাধ্যম লাইভ মিন্ট এসব তথ্য জানিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আজ রোববার রুশ হামলা ১৮তম দিনে গড়িয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিন দুদিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। তাঁদের ভাষ্যমতে, প্রতিরোধসহ নানা কৌশলের মাধ্যমে রুশ সেনাদের অগ্রগতি ধীর করে দিতে সক্ষম হয়েছে ইউক্রেন বাহিনী।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আজ রোববার রুশ হামলা ১৮তম দিনে গড়িয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিন দুদিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। তাঁদের ভাষ্যমতে, প্রতিরোধসহ নানা কৌশলের মাধ্যমে রুশ সেনাদের অগ্রগতি ধীর করে দিতে সক্ষম হয়েছে ইউক্রেন বাহিনী।
BBCN থেকে আরো পড়ুনঃ
- পরমাণু হামলার ইঙ্গিত পুতিনের; ৩০ মিনিটে হতে পারে ১০ কোটি মানুষের মৃত্যু
- দুই লাখের বেশি ইউক্রেনীয়ানকে ইউকেতে আসার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য সরকার
- আন্তর্জাতিক ক্রীড়ায় নিষিদ্ধ রাশিয়া; খেলতে পারবেনা বিশ্বকাপ, ইউরোপা লীগ, চ্যাম্পিয়নস লীগ
- ছাত্রাবস্থায়ই মারপিট করতেন পুতিন; বন্ধু-বান্ধবদের নিয়ে তৈরি করেছিলেন নিজের গ্যাং