বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে। লন্ডনের অন্যতম বাংলাদেশী অধ্যুষিত এলাকা মেনর পার্কের রয়েল রিজেন্সি ব্যাংকুইটিং হলে ২৮ মার্চ সোমবার বিকেল ৫.৩০টায় এই আয়োজন অনুষ্ঠিত হবে।
BNP VICE PRESIDENT TAREQ RAHMAN |
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক ও সাঃ সম্পাদক কয়ছর এম আহমেদ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীকে আমন্ত্রণ জানিয়েছেন।
#
BBCN থেকে আরো পড়ুনঃ
- পরমাণু হামলার ইঙ্গিত পুতিনের; ৩০ মিনিটে হতে পারে ১০ কোটি মানুষের মৃত্যু
- দুই লাখের বেশি ইউক্রেনীয়ানকে ইউকেতে আসার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য সরকার
- আন্তর্জাতিক ক্রীড়ায় নিষিদ্ধ রাশিয়া; খেলতে পারবেনা বিশ্বকাপ, ইউরোপা লীগ, চ্যাম্পিয়নস লীগ
- ছাত্রাবস্থায়ই মারপিট করতেন পুতিন; বন্ধু-বান্ধবদের নিয়ে তৈরি করেছিলেন নিজের গ্যাং