ইউক্রেনে রাশিয়ার প্রথম দফার সামরিক অভিযান শেষ বলে জানিয়েছে রাশিয়া।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের ৩০তম দিনে শুক্রবার রুশ সেনাবাহিনীর ‘ফার্স্ট ডেপুটি চিফ অফ জেনারেল স্টাফ’ কর্নেল জেনারেল সের্গেই রুডস্কয় এক মাসের যুদ্ধ পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ‘‘সাধারণ ভাবে সেনা অভিযানের প্রথম পর্যায়ের প্রধান কাজগুলি শেষ হয়েছে।"
A view of a destroyed Ukrainian |
"আমরা এখন মূল লক্ষ্য অর্জনের জন্য পূর্ব ইউক্রেনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছি।’’ যোগ করেন মি. সের্গেই।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেছিল রুশ বাহিনী। তার তিন দিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত ‘ডনবাস’কে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু এখনও ডনবাসে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি রুশ বাহিনী। রুশ সেনা এবং স্থানীয় রুশভাষীদের নিয়ে গঠিত মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে ডমবাসে মরণপণ লড়াই চালাচ্ছে ইউক্রেন সেনা এবং সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুসারী স্বেচ্ছাসেবী বাহিনী। প্রতিদিনই রুশ সেনার হতাহতের তালিকা বাড়ছে। এই পরিস্থিতিতে রাশিয়া ডনবাস অঞ্চলের একের পর এক ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র এবং গোলাবর্ষণ করছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে শুক্রবার ইউক্রেনের সংবাদপত্র ‘দ্য কিভ ইন্ডিপেন্ডেন্ট’ দাবি করেছে, আগামী ৯ মে ইউক্রেন অভিযানের ইতি টানতে পারেন পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির চূড়ান্ত পরাজয়ের পর ১৯৪৫ সালের ওই তারিখেই সরকারি ভাবে সামরিক অভিযানে ইতি টেনেছিলেন অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট জোশেফ স্তালিন। এখনও রাশিয়া জুড়ে ৯ মে উৎসব পালিত হয়। প্রকাশিত খবরের দাবি, পুতিন এ বার স্তালিনের পদাঙ্ক অনুসরণ করতে পারেন।
সূত্রঃ CNN
#
BBCN থেকে আরো পড়ুনঃ
- পরমাণু হামলার ইঙ্গিত পুতিনের; ৩০ মিনিটে হতে পারে ১০ কোটি মানুষের মৃত্যু
- দুই লাখের বেশি ইউক্রেনীয়ানকে ইউকেতে আসার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য সরকার
- আন্তর্জাতিক ক্রীড়ায় নিষিদ্ধ রাশিয়া; খেলতে পারবেনা বিশ্বকাপ, ইউরোপা লীগ, চ্যাম্পিয়নস লীগ
- ছাত্রাবস্থায়ই মারপিট করতেন পুতিন; বন্ধু-বান্ধবদের নিয়ে তৈরি করেছিলেন নিজের গ্যাং