লন্ডনে প্রথম বারের মত উদযাপিত হল নোয়াখালী উৎসব। নোয়াখালী এসোসিয়েশন ইউকে আয়োজিত এ উৎসবে সামিল হন ইউকেতে বসবাসরত বৃহত্তর নোয়াখালীবাসী এবং বৃটিশ বাংলাদেশী কমিউনিটির প্রায় দুই হাজার অতিথি। ভিডিও
নোয়াখালী উৎসব, লন্ডন ২০২২ |
বাংলাদেশের ঐতিহ্যবাহী পোলাও, কোরমা ও গরুর মাংস পরিবেশনায় এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ভোজ শেষে অনুষ্ঠান আয়োজন কমিটির সদস্যরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের দৃষ্টিনন্দন দিক ছিল নোয়াখালীর পরিচিত সাজ - পুরুষদের ছাপার পাঞ্জাবি ও সাদা লুংগির সাথে পায়ে বুট জুতো আর মহিলাদের একই ছাপার শাড়ি।
নোয়াখালী সাজ |
উৎসবের তৃতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মিলিত জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই পর্বে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী কনক চাঁপা, বাউল কালা মিয়া, ক্লোজআপ খ্যাত শিল্পী সাব্বির, রাশেদ, অংকন প্রমুখ। নৃত্য পরিবেশন করে শিশুশিল্পী আদৃতা।
সম্মাননা স্মারক প্রদান
অনুষ্ঠানে নোয়াখালী এসোসিয়েশনের পক্ষ থেকে উৎসব আয়োজকদেরকে এবং শিক্ষাগত কৃতিত্বের জন্য কয়েকজন বিশিষ্ট ব্যাক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর মেয়র জন বিগসের কাছ থেকে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন নোয়াখালী এসোসিয়েশন ইউকে এর সভাপতি মো. আনোয়ার হোসাইন চৌধুরী,
নোয়াখালী উৎসব |
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, ব্যারিস্টার মেহনাজ মান্নান, এডভোকেট খিজির হায়াত খান, কাউন্সিলর ফয়েজুর রহমান, মাহমুদুর রহমান রিপন, হারুন নবী খোন্দকার, মো. মহিউদ্দিন, উৎসব কমিটির আহ্বায়ক মোতাহার হোসেন লিটন, প্রধান সমন্বয়ক ও আই অন টিভির সিইও আতাউল্লাহ ফারুক, টি এণ্ড টি কনসালট্যান্সির সিইও ইফতিখার আহমেদ ইফতি, নোয়াখালী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর সিরাজুল হক চৌধুরী, সমাজকর্মী রতন কামাল, তাজুল ইসলাম, মনিরুল হক চৌধুরী, আলি আকবর খোকন, মো. মামুনুর রশীদ কৃতী শিক্ষার্থী ডা. তাসনিম আনোয়ার, আজমাইন জারিফ নির্ঝর, খাদিজা বেগম, জুনায়েদ হক, মোহাম্মেদ আদনান, রিয়াজ উদ্দিন, বিলকিস এ চৌধুরী, নাজমুন নাহার, ফাতেমা রহমান রিদনি, রামিসা রহমান, আদনিনা ভূঁইয়া, নাহিয়ান রাঈদা অরণ্য এবং পতাকা কন্যা খ্যাত নাজমুন নাহার।