বাংলা বার্তা কমিউনিটি নেটওয়ার্ক. . . ব্রিটিশ বাংলাদেশী প্রবাসীদের প্রাণের উচ্ছ্বাস আর আবেগ ও অনুভূতির আরেক নাম BBCNUK

"বুদ্ধি ছাড়া এই লোকটার সবই আছে" -ইমরানের সাবেক স্ত্রী রেহাম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশ্যে তার সাবেক স্ত্রী রেহাম বলেছেন, "বুদ্ধি ছাড়া এই লোকটার সবই আছে।"
bbcnuk

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশ্যে তার সাবেক স্ত্রী রেহাম বলেছেন, "বুদ্ধি ছাড়া এই লোকটার সবই আছে।"

Imran Khan and ex-wife Reham Khan
Imran Khan and ex-wife Reham Khan

পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের মুখে ক্ষমতা হারানোর ঝুঁকিতে থাকা প্রধানমন্ত্রীকে কটাক্ক করে এই কথা বলেন তার এই সাবেক স্ত্রী। 


ইমরানের দ্বিতীয় স্ত্রী ছিলেন পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রেহাম। পেশায় সাংবাদিক রেহামকে ২০১৪ সালে বিয়ে করেছিলেন ইমরান। এক বছরের মাথায় পারস্পরিক সম্মতিতে তাঁদের বিচ্ছেদ হয়। 

গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তাঁর সরকার উৎখাতে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে তার প্রমাণ হিসেবে একটি দেশের পাঠানো ‘হুমকির চিঠির’ কথা উল্লেখ করেন ইমরান। এ সময় তিনি মুখ ফসকে যুক্তরাষ্ট্রের নাম বলে ফেলেন। পরক্ষণেই কথা ঘোরানোর চেষ্টা করেন ইমরান। তিনি বলেন, ‘না, যুক্তরাষ্ট্র নয়, আমি বলতে চাইছি, চিঠিটি অন্য কোনো দেশ থেকে এসেছে।’ কিন্তু ততক্ষণে যুক্তরাষ্ট্র সহ সবাই বুঝে ফেলেছেন ইমরান কি বলতে চেয়েছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এর প্রতিবাদও করেছে। 

ইমরানের মুখে যুক্তরাষ্ট্রের নাম উচ্চারিত হওয়ায় পাকিস্তানের বিপদ আরো বাড়াতে পারে এই আসংকায় ইমরানকে পাকিস্তানের ‘নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে অভিহিত করেছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ। তিনি বলেন, ক্ষমতায় আঁকড়ে থাকতে দেশকে নিশানা বানিয়েছেন ইমরান। 

একই আসংকা থেকেই রেহামও সাবেক স্বামীকে খোঁচা দিতে ছাড়েননি। গতকাল এক টুইটে রেহাম বলেন, বুদ্ধি ছাড়া এই লোকটার সবই আছে।

ইমরানকে উদ্দেশ্য করে গতকাল আরেক টুইটে রেহাম বলেন, ‘হ্যাঁ, আপনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না, তখন পাকিস্তান অত্যন্ত ভালো ছিল।’

আগামী রোববার পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভূটির কথা রয়েছে। এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে ক্ষমতা হারানোর সংকায় রয়েছেন সাবেক ক্রিকেটার এই প্রধানমন্ত্রী। 

--------


BBCN থেকে আরো পড়ুনঃ

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.