পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশ্যে তার সাবেক স্ত্রী রেহাম বলেছেন, "বুদ্ধি ছাড়া এই লোকটার সবই আছে।"
Imran Khan and ex-wife Reham Khan |
পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের মুখে ক্ষমতা হারানোর ঝুঁকিতে থাকা প্রধানমন্ত্রীকে কটাক্ক করে এই কথা বলেন তার এই সাবেক স্ত্রী।
গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তাঁর সরকার উৎখাতে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে তার প্রমাণ হিসেবে একটি দেশের পাঠানো ‘হুমকির চিঠির’ কথা উল্লেখ করেন ইমরান। এ সময় তিনি মুখ ফসকে যুক্তরাষ্ট্রের নাম বলে ফেলেন। পরক্ষণেই কথা ঘোরানোর চেষ্টা করেন ইমরান। তিনি বলেন, ‘না, যুক্তরাষ্ট্র নয়, আমি বলতে চাইছি, চিঠিটি অন্য কোনো দেশ থেকে এসেছে।’ কিন্তু ততক্ষণে যুক্তরাষ্ট্র সহ সবাই বুঝে ফেলেছেন ইমরান কি বলতে চেয়েছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এর প্রতিবাদও করেছে।
ইমরানের মুখে যুক্তরাষ্ট্রের নাম উচ্চারিত হওয়ায় পাকিস্তানের বিপদ আরো বাড়াতে পারে এই আসংকায় ইমরানকে পাকিস্তানের ‘নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে অভিহিত করেছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ। তিনি বলেন, ক্ষমতায় আঁকড়ে থাকতে দেশকে নিশানা বানিয়েছেন ইমরান।
একই আসংকা থেকেই রেহামও সাবেক স্বামীকে খোঁচা দিতে ছাড়েননি। গতকাল এক টুইটে রেহাম বলেন, বুদ্ধি ছাড়া এই লোকটার সবই আছে।
ইমরানকে উদ্দেশ্য করে গতকাল আরেক টুইটে রেহাম বলেন, ‘হ্যাঁ, আপনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না, তখন পাকিস্তান অত্যন্ত ভালো ছিল।’- ডায়াবেটিস মেলিটাস টাইপ-২ (Diabetes mellitus type 2) কি, কেন হয় এবং প্রতিরোধের উপায়
- দুই লাখের বেশি ইউক্রেনীয়ানকে ইউকেতে আসার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য সরকার
- আন্তর্জাতিক ক্রীড়ায় নিষিদ্ধ রাশিয়া; খেলতে পারবেনা বিশ্বকাপ, ইউরোপা লীগ, চ্যাম্পিয়নস লীগ
- ছাত্রাবস্থায়ই মারপিট করতেন পুতিন; বন্ধু-বান্ধবদের নিয়ে তৈরি করেছিলেন নিজের গ্যাং