খোশ আমদেদ মাহে রামাদান
দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া নিউজ জানিয়েছে সৌদি আরবে রামাদান মাসের চাঁদ দেখা গিয়েছে।
Ramadan moon sighted in Saudi Arabia |
তাই সৌদি আরব, মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা দেশ গুলোতে আজ রাতেই তারাবী পড়ার মাধ্যমে পবিত্র রোজা শুরু হবে। সৌদি আরবের সাথে ইউকের সময় পার্থক্য ২ ঘন্টা পিছনে হওয়ায় এখানেও আজ রাতেই তারাবী এবং কাল প্রথম রোজা হবে।
সৌদি আরবের সাথে বাংলাদেশের সময় পার্থক্য ২ ঘন্টা অগ্রবর্তী হওয়ায় বাংলাদেশে সৌদি আরবের একদিন পরে রোজা শুরু হয়। এই হিসাবে বাংলাদেশে রবিবার প্রথম রোজা হবে। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে রামাদান বা সিয়াম পালনের তৌফিক দান করুন, আমীন।
--------
BBCN থেকে আরো পড়ুনঃ
- ডায়াবেটিস মেলিটাস টাইপ-২ (Diabetes mellitus type 2) কি, কেন হয় এবং প্রতিরোধের উপায়
- দুই লাখের বেশি ইউক্রেনীয়ানকে ইউকেতে আসার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য সরকার
- আন্তর্জাতিক ক্রীড়ায় নিষিদ্ধ রাশিয়া; খেলতে পারবেনা বিশ্বকাপ, ইউরোপা লীগ, চ্যাম্পিয়নস লীগ
- ছাত্রাবস্থায়ই মারপিট করতেন পুতিন; বন্ধু-বান্ধবদের নিয়ে তৈরি করেছিলেন নিজের গ্যাং