মুসলিমদের বিক্ষোভের পর সিনেমা "দ্যা লেডি অফ হেভেন বা বেহেশতের নারী" প্রদর্শনী বন্ধ করে দিয়েছে যুক্তরাজ্যের সিনেমা চেইন।
দ্যা লেডি অফ হেভেন বা বেহেশতের নারী সিনেমাটি হযরত মোহাম্মদ সাঃ এর মেয়ে ফাতেমা রাঃ এর উপর নির্মিত।
দ্যা গার্ডিয়ান জানিয়েছে, গত ৩ জুন শুক্রবার ইউকেতে ছবিটি মুক্তি দেয়া হয় যাতে রাসুলে সাঃ এর কাল্পনিক মুখাবয়ব দেখানো হয়েছে বলে দাবি করে মুসলিমরা। এর পর ইউকের বিভিন্ন স্থানে ছবিটি নামিয়ে ফেলার দাবিতে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়।
ছবিটি প্রদর্শনীর পর বার্মিংহাম, বোল্টনসহ ইউকের বেশ কয়েকটি শহরে মুসলিমরা প্রতিবাদ বিক্ষোভ করে। এক লক্ষ ১৭ হাজারেরও বেশি মানুষ যুক্তরাজ্যের সব সিনেমা হল থেকে ছবিটি সরানোর দাবিতে একটি পিটিশনে সই করেছেন বলে জানা গেছে। উদ্ভুত পরিস্থিতিতে কর্মী ও গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে সিনেওয়ার্ল্ড তাদের সব প্রদর্শনী বাতিলের ঘোষণা দেয়।
ছবিটিতে কম্পিউটার গ্রাফিকস ও লাইটিংয়ের মিশ্রনে মহানবী সাঃ-এর মুখাবয়ব তৈরি করা হয়েছে। অন্য সব চরিত্রেও কম্পিউটার গ্রাফিকস ব্যাবহার করা হয়েছে। তবে ইসলাম ধর্মে রাসুলুল্লাহ সাঃ এর যেকোন ধরনের প্রতিকৃত নিষিদ্ধ।
সিনেওয়ার্ল্ডের ব্র্যাডফোর্ড, বার্মিংহাম, বোল্টন, লন্ডনের ইলফোর্ড ও গ্রিনিচ, গ্লাসগো সিলভারবার্ন, মিল্টন কেইনস, শেফিল্ড ও উলভারহ্যাম্পটন শাখায় ছবিটি প্রদর্শন করার কথা ছিল।