রংপুর থেকে
আনোয়ার হোসেন
সরকারের নির্দেশনা মোতাবেক ২০ মার্চ২০২২ রংপুরে টিসিবি'র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে।
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে সারা দেশে নিম্ন আয়ের ০১ কোটি পরিবারের মাঝে টিসিবি'র পণ্য বিক্রয়ের কার্যক্রম চলছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে আজ রংপুর সিটি কর্পোরেশন এলাকাভুক্ত রাধাবল্লভ পার্সপোর্ট অফিসের সামনের চত্বর (রংপুর ডায়েবেটিক হাসপাতাল প্রাঙ্গণ) টিসিবি'র পণ্য (চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল) বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং জেলা প্রশাসক আসিব আহসান।
এসময় টিসিবি'র কর্মকর্তা কর্মচারীগণ, উপকারভোগী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংপুর জেলার ০৮ টি উপজেলা ও ০৩ টি পৌরসভায় টিসিবি'র পণ্য বিক্রয়ের এ কার্যক্রম আগে থেকে চলমান রয়েছে। এ কর্মসূচির আওতায় একজন ব্যাক্তি ০২ কেজি চিনি, ০২ কেজি মসুর ডাল ও ০২ লিটার সয়াবিন তেল পাচ্ছেন যার টিসিবি নির্ধারিত মূল্য ৪২০টাকা।
#
BBCN থেকে আরো পড়ুনঃ
- পরমাণু হামলার ইঙ্গিত পুতিনের; ৩০ মিনিটে হতে পারে ১০ কোটি মানুষের মৃত্যু
- দুই লাখের বেশি ইউক্রেনীয়ানকে ইউকেতে আসার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য সরকার
- আন্তর্জাতিক ক্রীড়ায় নিষিদ্ধ রাশিয়া; খেলতে পারবেনা বিশ্বকাপ, ইউরোপা লীগ, চ্যাম্পিয়নস লীগ
- ছাত্রাবস্থায়ই মারপিট করতেন পুতিন; বন্ধু-বান্ধবদের নিয়ে তৈরি করেছিলেন নিজের গ্যাং