মোবাইল দিয়ে টাকা ইনকাম- অনলাইনে টাকা ইনকাম করার জন্য শুধু যে, আপনার ল্যাপটপ বা পিসি এর প্রয়োজন বিষয় টা একেবারেই তেমন নয়। আপনি চাইলেই মোবাইল দিয়ে ভালো পরিমান টাকা ইনকাম করতে পারবেন। মোবাইল দিয়ে টাকা ইনকাম এর সঠিক উপায় গুলো সম্পর্কে না জানার ফলে, আমরা অনেকেই মোবাইল থাকা সত্ত্বেও ফেসবুকিং, ভিডিও দেখে সময় অপচয় করি।
আজকের
পোষ্টে আমরা মোবাইল দিয়ে টাকা ইনকাম
এর
বিস্তারিত
বিষয়
গুলো
সম্পর্কে
জানবো।
আপনি যদি মোবাইল এর মাধ্যমে টাকা ইনকাম করতে চান সম্পুর্ন পোষ্টটি পড়ার মাধ্যমে আপনিও ইনকাম করতে পারবেন৷
মোবাইল দিয়ে টাকা ইনকাম
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জন্য অনেক গুলো মাধ্যম রয়েছে।
যেগুলো দিয়ে সহজেই অনলাইনে ইনকাম করা যায়। অনেকেই জানেন না, যে মোবাইল দিয়েও টাকা ইনকাম সম্ভব।
আমরা কম বেশী সকলেই স্মার্ট ফোন ব্যবহার করে থাকি।
আমাদের সকাল থেকে রাতে ঘুমানো পর্যন্ত স্মার্টফোনের মধ্যেই ডুবে থাকি।
স্মার্টফোনের এত আসক্তি যদি ভালো কাজে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই সেটা ভালো। আজ থেকেই মোবাইল দিয়ে টাকা ইনকাম করা শুরু করে দিন।
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়
বেশ কিছু উপায়ে আপনারা মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। আজকের পোষ্টে আমরা সেরা ২ টি জনপ্রিয় উপায় দিলামঃ-
ব্লগিং - মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২২
আপনার
যদি এসএইও
ও
আর্টিকেল
লেখার
বিষয়ে
স্পষ্ট
ধারণা
থাকে
আপনি
ব্লগিং
করে
প্রচুর
টাকা
ইনকাম
করতে
পারবেন। ব্লগিং
করতে
আপনার
তেমন
কোনো
ইনভেস্ট
এর
প্রয়োজন
পড়বে
না।
একটি নিশ বেছে নিন,
ডোমেইন ও হোস্টিং যোগ করে আর্টিকেল পাবলিস্ট করা শুরু করে দিন।
ভালোভাবে আর্টিকেল গুলো লেখা হয়ে গেলে সর্বনীম্ন ২৫ টি আর্টিকেল থাকা অবস্থায় গুগল এডসেন্স আবেদন করুন।
এপ্রুভ হয়ে গেলে নিয়মিত আর্টিকেল দিতে থাকুন ও গুগল এডসেন্স এর এডস রান করে মোবাইল দিয়েই ইনকাম করুন।
আর্টিকেল রাইটিং - মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২২
বর্তমান সময়ে ওয়েবসাইটের পরিমান অনেক বেশী বৃদ্ধি পাচ্ছে।
ওয়েবসাইটের পাশাপাশি চাহিদা তৈরি হচ্ছে কনটেন্ট
বা
আর্টিকেলের।
আপনি যে কোনো বিষয়ে পর্যাপ্ত রিসার্চ করার মাধ্যমে একটি কনটেন্ট লিখতে পারেন।
আর্টিকেল বা নিবন্ধ লিখে মোবাইল দিয়েই টাকা ইনকাম করতে পারবেন।
আর্টিকেল লেখার অনেক গুলো নিয়ম কানুন রয়েছে।
আপনাকে প্রতিটি বিষয় ভালো করে জেনে নিতে হবে।
মার্কেটপ্লেস ও মার্কেটপ্লেসের বাহিরে
ব্যাপক
চাহিদা
রয়েছে।
বাংলা আর্টিকেল লিখে আয় করতে চাইলে অর্ডিনারী আইটি ও জে আইটি
সাইট
থেকে
ঘুরে
আসতে
পারেন।
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায়
মোবাইল
দিয়ে সবচেয়ে সহজ উপায়ে ইনকাম করার জন্য রয়েছে সার্ভে করে আয়
করা।
সার্ভে শব্দের অর্থ হচ্ছে জরিপ৷ বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের গুনগত মান কাস্টমার কেমন পাচ্ছে সেটা সম্পর্কে জানতে জরিপ চালায়।
আপনি জরিপে অংশ নিয়ে মতামত প্রদান করে আয় করতে পারবেন।
যদি আপনি মোবাইল দিয়ে ইনকাম করার সহজ উপায় গুলো খুজে থাকেন আপনার জন্য সার্ভে করে ইনকাম করা সবচেয়ে সুবিধাজনক।
সার্ভে করে ইনকাম করার জন্য বেশ কিছু সাইট রয়েছে।
তার মধ্যে সেরা ৫ টি সার্ভে সাইট হলোঃ-
১-
Survey Junkie - সার্ভে
করে
আয়
করুন
সার্ভে বা জরিপ করে ইনকাম করার জন্য বেশ জনপ্রিয় একটি সাইট হলো Survey Junkei।
এখানে,
প্রতিনিয়ত নতুন নতুন সার্ভে তে অংশ নেয়া যায়।
পেইড সার্ভে ও ফ্রি সার্ভে রয়েছে।
পেইড সার্ভে ব্যাবহার করলে ইনকাম অনেক বেশি হবে।
শুরুতে আপনি ফ্রি সার্ভে গুলো দিয়ে মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন।
২-
My Points - সার্ভে
করে
আয়
করুন
মোবাইল দিয়ে ইনকাম করার অন্যতম সেরা একটি সেরা সাইট My Points।
একাউন্ট করার সাথে সাথে আপনি সার্ভে পেতে শুরু করবেন।
প্রতি সার্ভে তে আপনি ১/২ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। সর্বনীম্ন ১০ ডলার হলে টাকা উঠাতে পারবেন।
৩-
Inbox Dollers - সার্ভে
করে
আয়
করুন
খুব সহজে মোবাইল দিয়ে আয় করতে চাইলে ঘুরে আসতে পারেন Inbox Dollers সাইট থেকে।
প্রতি ফ্রি সার্ভে তে ০.৫০ সেন্ট থেকে ২ ডলার পর্যন্ত পাবেন।
পেইড সার্ভে ব্যাবহার করলে ৫ ডলার ও পাবেন।
প্রতিটি সার্ভে পেতে কিছু দিন অপেক্ষা করতে হবে।
৪-
Swagbucks - সার্ভে
করে
ইনকাম
করুন
মোবাইল দিয়ে সার্ভে করে আয় করার জন্য সবচেয়ে পরিচিত একটি সাইট।
সার্ভে তে অংশ নিয়ে টাকা ইনকাম করতে পারবেন।
প্রতিটি সার্ভে তে ০.২৫ সেন্ট থেকে ১ ডলার পর্যন্ত পাওয়া যায়।
সার্ভে পেতে খুব বেশী সময় অপেক্ষা করার প্রয়োজন হয় না।
৫-
Oponion Outpost - সার্ভে
করে
ইনকাম
করুন
আপনি যদি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান, এই সার্ভে সাইট আপনাকে অনেক সহায়তা করবে।
সার্ভে গুলো আপনাকে মেইল করে পাঠিয়ে দিবে।
প্রতিটি সার্ভে তে ০.২০ সেন্ট থেকে শুরু করে ২ ডলার পর্যন্ত পেতে পারেন। ২০ ডলার একাউন্টে জমা হলে আপনারা টাকা উঠাতে পারবেন।
মেয়েদের ঘরে বসে আয় করার উপায় পড়ুনঃ
মোবাইল
দিয়ে
টাকা
ইনকাম
করার
app
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জন্য অন্যতম ভালো একটি মাধ্যম হলো app দিয়ে ইনকাম করা।
টাকা ইনকাম করার অনেক গুলো app রয়েছে।
তার মধ্যে সেরা একটি অ্যাপ হলো ClipClaps।
আপনারা প্লেস্টোরে এটি পেয়ে যাবেন। ইন্সটল করে ওপেন করে গুগল অথবা ফেসবুক দিয়ে লগ ইন করুন। অ্যাপ দিয়ে ইনকাম করার জন্য সবচেয়ে বড় সমস্যা হলো বিশ্বস্ত অ্যাপ খুঁজে না পাওয়া।
ClipClaps অ্যাপটি বেশ ভালো রেটিং নিয়ে আছে ৷ প্রতিনিয়ত তারা সকল ব্যবহার-কারীদের পেমেন্ট দিয়ে আসছে।
Clip Claps এ আপনারা অনেক গুলো কাজ করে ইনকাম করতে পারবেন।
যারা ভিডিও দেখে টাকা আয়
করতে
পছন্দ
করেন
তারা
ভিডিও
দেখে
এই
অ্যাপ
দিয়ে
ইনকাম
করতে
পারবেন।
টিকটক ও লাইকির মত ছোট ভিডিও গুলো দেখার মাধ্যমে আপনাকে বক্স সংগ্রহ করতে হবে।
বক্স গুলো খুলে আপনাকে কয়েন নিতে হবে।
কয়েন গুলোকে কনভার্ট করে ডলারে রুপান্তর করতে হবে।
এ ছাড়াও অতিরিক্ত ইনকাম করার জন্য গেমস, লাকি স্পিন ইত্যাদি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।
পর্যাপ্ত পরিমান কয়েন একাউন্টে জমা হয়ে গেলে আপনারা পেমেন্ট নিতে পারবেন।
পেমেন্ট নেয়ার জন্য Amazon Gift Cards, গুগল
প্লে
গিফট
কার্ডস, পেপাল,
ও আমাজনে
শপিং
করতে
পারবেন।
সর্বনীম্ন টাকা উঠানোর লিমিট ১০ ডলার।
মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট app
অনেকেই বিকাশে পেমেন্ট করে এমন ইনকাম করার অ্যাপ গুলো খুঁজে থাকেন।
বাহিরের দেশের অ্যাপ গুলোতে পেপাল ছাড়া পেমেন্ট করে না।
অনেকের পেপাল একাউন্ট না থাকার কারনে বিকাশে পেমেন্ট দেয় এমন অ্যাপে কাজ করতে চান।
আপনাদের জন্য নিয়ে আসছি অসাধারণ একটি বিশ্বস্ত অ্যাপ। মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
App
link : https://play.google.com/store/apps/details?id=com.takaincome.onlineincome
Short
link: https://tinyurl.com/income-apps
অ্যাপ
টির নাম "Taka
Income" প্লেস্টোরে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন অথবা এখানে ক্লিক
করুন।
এই অ্যাপটি দিয়ে প্রায় ১ লাখ মানুষ মোবাইল দিয়ে টাকা ইনকাম করে।
কুইজ খেলে টাকা ইনকাম করতে চান যারা তাদের কাছে অ্যাপটি বেশ পছন্দ হবে।
সাধারন জ্ঞান,
আন্তর্জাতিক প্রশ্ন, গনিত, ইসলামিক ইত্যাদি নানান ধরনের বিষয় নিয়ে সাজানো।
একদিকে আপনি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন অন্যদিকে নিজের জ্ঞানের পরিধি বাড়াতে পারবেন। প্রতিদিন লগ ইন করে বোনাস নিতে পারবেন।লাকি স্পিন ও গেমস খেলে বাড়তি টাকা আয় করতে পারবেন।
এবার আসি পেমেন্ট নিয়ে।
অ্যাপটি বিকাশ,
রিচার্জ, নগদ,
পাবজি ইউসি ও ফ্রি ফায়ার ডায়মন্ড এর মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে।
সর্বনীম্ন,
১০০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।
যারা গেম খেলতে পছন্দ করেন আপনাদের ইউসি ও ডায়মন্ড ফ্রি তে নিতে এই অ্যাপটি তে কাজ করুন।
শেষ কথা
মোবাইল দিয়ে টাকা ইনকাম পোষ্টে আমরা কিভাবে সার্ভে করে মোবাইল দিয়ে ইনকাম করবেন, টাকা ইনকাম করার app ও মোবাইল দিয়ে টাকা ইনকাম করে পেমেন্ট বিকাশে নেয়ার App সম্পর্কে আলোচনা করেছি।
আপনি যদি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান সম্পুর্ন পোষ্ট অনুযায়ী
যে কোনো একটি দিয়ে ইনকাম করতে পারবেন।